লক্ষ্মীপুর-৩ : ট্রাককে পেছনে ফেলে বিজয়ী নৌকার মাঝি পিংকু

রাজনীতি

কাজী নাঈম উদ্দিন,নিজস্ব প্রতিবেদক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক। তিনি ৫২ হাজার ২৯৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী এম.এ. সাত্তার পেয়েছেন ৩৫ হাজার ৬২৮ ভোট।

আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী এম.এ. সাত্তার (ট্রাক) ভোটযুদ্ধ হয়। এতে নৌকার প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক ৫২ হাজার ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী এম. এ. সাত্তার পেয়েছেন ৩৫ হাজার ৬২৮ ভোট।

এছাড়া জাতীয় পার্টি প্রার্থী মুহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী নাঈম হাসান (সোনালী আঁশ), বাংলাদেশে জাতীয় পার্টি প্রার্থী মুহাম্মদ (কাঁঠাল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (হাতুড়ী) প্রতীক নিয়ে নির্বাচন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *