কাজী নাঈম, ডেস্ক রিপোর্টঃ
লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচনে সর্বজননন্দিত গ্রহনীয় ভরণীয় ব্যক্তি মরহুম হারিছ চেয়ারম্যানের জেষ্ঠ্য পুত্র, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামছুল করিম খোকনকে জাকের পার্টির গোলাপ ফুল মার্কায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এতে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলকে ধন্যবাদ এবং আলহাজ্ব সামছুল করিম খোকনকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুর-৩ আসনের দলীয় নেতা-কর্মী এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের জনগণ।
প্রকাশ থাকে যে, জনাব সামছুল করিম জাতীয় মানবাধিকার কমিশনের লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি হিসেব সর্বদা সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
দল থেকে গোলাপ ফুল মার্কায় মনোনয়ন পেয়ে, দলীয় স্থায়ী কমিটির সদস্য এবং নোয়াখালী বিভাগীয় সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সামছুল করিম খোকন বলেন আমার জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল আমার ওপর যে আস্থা রেখেছেন আমি নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করে যাবো এবং দলের চেয়ারম্যানের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করে যাবো। সব সময় জনগেনের পাশে থাকবো।
(১০ অক্টোবর) মোঙ্গল বার রাত সাড়ে ৯টার দিকে উত্তর তেমুহনী নিজ কার্যালয় থেকে নেতাকর্মীদের উদ্দেশ্য করে জনগনের সেবক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে নেতাকর্মীদের মাঝে নাস্তা পানি বিতরণ করা হয়।
আলহাজ্ব সামছুল করিম খোকন বলেন, আমি সবসময় দলের দুঃসময়ে-সুসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। নেতাকর্মীরা তাদের মব থেকে সবসময় আমাকে ভালোবাসেন। আমিও কখনো কারো সঙ্গে কথা কাজে বেঈমানী করিনি। পার্টির চেয়ারম্যান আমাকে নতুন ভাবে গোলাপ ফুল মার্কায় নমিনেশন দিয়েছেন। দেশ ও জনগণের কল্যাণে কাজ করে চেয়ারম্যান দেওয়া দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী, এবং সকলের সহযোগিতা কামনা করি।
লক্ষ্মীপুর-৩ আসনে সাবেক বিমান মন্ত্রী শাহজাহান কামালের মৃত্যুতে এ আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী নভেম্বর মাসের ৫ তারিখে এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কনিশন। আজ ১১ অক্টোবর এ আসনে মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের শেষ দিন।