কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্টঃ
লক্ষ্যমাত্রা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের নিকট ০৪টি ব্রান্ড নিউ কার হস্তান্তর করলো মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
দেশের জীবন বীমা সেক্টরে বিশেষ করে ইসলামী জীবন বীমা সেক্টর-এ যে কোম্পানিটির দূর্নিবার পদভারে বীমা জগৎ জেগে উঠেছে, সেই মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়, ১৩(এপ্রিল) বোর্ড রুমে পুরাতন গাড়ির মডেল চেন্জ করে নতুন ব্রান্ড নিউ গাড়ির চাবী হস্তান্তর সম্পন্ন হলো এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
অনুষ্ঠানে ০৪( চার) জন লক্ষ্যমাত্রা অর্জনকারী যথাক্রমে ঝিনাইদহ ডিভিশন ইনচার্জ জনাব আছাদুজ্জামান , চাঁদপুর সার্ভিস সেন্টার ইনচার্জ জনাব জাকির হোসেন গাজী, পর্যটন ডিভিশন ইনচার্জ জনাব মোহাম্মদ ইসমাঈল ও চট্টগ্রাম ডিভিশন ইনচার্জ জনাব মোহাম্মদ মীর হোসেনকে কোম্পানির পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা-উপদেষ্টার পক্ষ থেকে একেএকে গাড়ির চাবি হস্তান্তর করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুল আমিন।
এসময় কোম্পানির ডিএমডি জনাব শেখ আব্দুর রশিদ, সংস্থাপন বিভাগের প্রধান শাকিল আহমেদ, অবলিখন ইনচার্জ আজিজুল হক, উন্নয়ন প্রশাসন ইনচার্জ কাজী মোহাম্মদ মনির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।