মোহাম্মদ জাকির শাহ, কমলনগর, লক্ষ্মীপুর
শবেবরাতের রাতের করণীয় হল কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রি জাগরন করা, নফল নামাজ পড়া, কুরআনুল কারীমের তেলাওয়াত করা, তাসবীহ, তাহলিল, যিকির আযকার করা,
তওবা ইস্তেগফার করা, গুনাহ থেকে মাফ চাওয়া, আর দোয়া ও মোনাজাতের মাধ্যমে কান্নাকাটি করে রাত কাটিয়ে দেওয়া।
কেননা যতক্ষণ পর্যন্ত চোখের পানি পড়বে না ততক্ষণ পর্যন্ত দোয়া কবুলের আশা করা ও যায় না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :লোক সকল, কাঁদো যদি কাঁদতে না পারো অন্তত কাদাঁর ভান করো।
কেননা জাহান্নামিরা জাহান্নামে কাঁদবে কাঁদতে চেহারার উপর দিয়ে নালার ন্যায় অশ্রু প্রবাহিত হবে,
এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিন টি আমল প্রমাণিত হয়েছে
এক, কবর যিয়ারত করা।
দুই, রাত জেগে এবাদত করা।
তিন, পরের দিন রোযা রাখা।