শ্বশুর-শাশুড়িসহ স্ত্রীকে কোপালেন সাবেক স্বামী

সারাবাংলা

কাজী নাঈম, ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরে রামগতিতে নিজের স্ত্রীকে অন্য জায়গায় বিয়ে দেওয়ায় স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর মো. বাদশা মিয়াকে (৫০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্ত স্বামী মো. সুমনের বিরুদ্ধে। এসময় শাশুড়ি আনুরী বেগমকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে মুমূর্ষু অবস্থা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরকলা কোপা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন জানান দুইটি হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করছেন। ঘাতক সুমনকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *