কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্টঃ
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৯ নং তোরাবগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ৬ নং ওয়ার্ডের কামাল হোসেন রিয়াজ।
উক্ত ৯ নং তোরাবগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কামাল হোসেন রিয়াজ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সকল নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করবো। তিনি আরো বলেন, বছর শেষে আসছে পবিত্র রমজান, সারামাস যারা রোজা রেখেছেন সবার প্রতি সম্মান জানাচ্ছি, আসছে ঈদুল ফিতরের ঈদ, এই “পবিত্র ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি ও ভালোবাসা। সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক সবার সারাটি জীবন। আমাদের সবার প্রিয় ভাই বন্ধু ও নিজ পরিবার নিয়ে আনন্দঘন মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। ঈদের দিন সবাই পরিবারকে নিয়ে সময় দিন, সকল দুঃখ, ব্যথা, বেদনা, হিংসা, বিবাদ ভুলে গিয়ে ঈদের দিনে প্রিয়জনদেরকে উপহার দিন, সবাই হাসি-খুশি থাকবেন, আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-“ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”।