নিজস্ব প্রতিবদকঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সহেল হোসেন।
মোঃ সহেল হোসেন বলেন ,ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক আমাদের সারাটি জীবন। সকলের নিজ পরিবার নিয়ে আনন্দঘণ মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। ঈদের দিন সবাই পরিবারকে সময় দিন, সকল দুঃখ, কষ্ট হিংসা, ব্যথা, বেদনা ভুলে গিয়ে ঈদের দিনে আপনারা বা আপনি প্রিয়জনদেরকে নতুন কিছু উপহার দেন।
সহেল হোসেন আরও বলেন, আমি সততার সাথে ব্যবসা করে থাকি, আমার ব্যবসায়ীক জীবন থেকে শুরু করে আজকে পর্যন্ত কোন প্রকার কাউকে মাফে কম দিইনি এবং কারো সাথে খারাপ আচরণ করিনি, ব্যবসায়ীক জীবনে আসার পর থেকে অনেক সম্মাননা অর্জন করেছি।
তিনি সকল জাতীয় দিবসে ও দুইটি ঈদে দেশবাসী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দেশে-বিদেশে থেকেও প্রিয় ভাই বন্ধুসহ সবার সাথে যোগাযোগ রাখেন, শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উপলক্ষে মো: সহেল হোসেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরোও বলেন, আমার কারো সাথে কোনো প্রকার বিবাদ নেই, আমি সততার সাথে ব্যবসা করে থাকি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনা, আমি যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি এর জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, হেফাজত করেন, আমিন। সাবইকে পবিত্র ঈদুল ফেতরের ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”