সাংবাদিকদের সাথে লক্ষ্মীপুরের এসপির প্রেস ব্রিফিং এ অপরাধ করে কেউই পার পায় না

বাংলাদেশ

কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্টঃ

অপরাধ করে কেউই পার পায় না
হয়তো সময় পার করে।ধরা ছোয়ার বাহিরে থাকে কিছুক্ষণে।কিন্তু অপরাধী সনাক্ত হয়েই আটকে যায় আইনের জালে। তেমনই এক ঘটনায় পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ আজ সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ তুলে ধরলেন।

গত ফেব্রুয়ারী মাসের ৬ তারিখে সংঘটিত হত্যাকাণ্ড উদঘাটিত হলো গতকাল। একটানা নিরলস পরিশ্রম আর লেগে থাকায় সফল হলো। যত বড় অপরাধীই হোক আর যত কৌশলীই হোক, অপরাধী কখনোই তা লুকিয়ে রাখতে পারে না, রেখে যায় তার সিগনেচার

প্রেস রিলিজ,
ভিকটিম মাহিনুর আক্তার পারুলকে গত ০৬/০২/২০২৩ খ্রি. তারিখ সকাল ০৯.০০ ঘটিকা হইতে ০৮/০২/২০২৩ খ্রি. তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময়ে কে বা কাহারা চর রমনী মোহন ইউপিস্থ পরিত্যক্ত কোল্ড স্টোরের ভিতরে হত্যা করিয়া লাশ ফেলিয়া রাখিয়া যায়। উক্ত ঘটনায় লক্ষ্মীপুর মডেল থানার মামলা নং-১৪, তারিখ ৮/২/২০২৩ ইং, ধারা-৩০২/২০১ দঃ বিঃ রুজু হয়।
মামলা রুজু হওয়ার পরবর্তী সময় হইতে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সার্বিক সহযোগিতায় উক্ত ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন সহ উক্ত ঘটনার সহিত জড়িত ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদ্বয় ঘটনার সাথে জড়িত থাকা এবং ভিকটিমের সাথে আসামীদ্বয় অনৈতিক সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়ে ভিকটিমকে হত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এই সংক্রান্তে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

তারই পরিপ্রেক্ষিতে অদ্য ১৯ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব সাইফুল আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মাহমুদুল হোসাইন, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *