কাজী নাঈম, ডেস্ক রিপোর্টঃ
মোহাম্মদ সাইদুল আমিন কে মার্কেন্টাইল ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ অনুমোদন দিলো আইডিআরএ
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ সাইদুল আমিনের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । গত ০৯ নভেম্বর-২৩ ইং বৃহস্পতিবার স্বাক্ষরিত কোম্পানিটিকে পাঠনো এক চিঠিতে এই অনুমোদন দেন কর্তৃপক্ষ।
জনাব মোহাম্মদ সাইদুল আমিন দীর্ঘ ২৯ বছর ধরে লাইফ বীমা খাতে কর্মরত আছেন। মার্কেন্টাইল ইসলামী লাইফে যোগদানের আগে তিনি ডেল্টা লাইফ, হোমল্যান্ড লাইফ ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ দিন ধরে তিনি মার্কেন্টাইল ইসলামী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
জনাব সাইদুল আমিন তার এই নিয়োগ অনুমোদনে কোম্পানির পরিচালনা পর্ষদ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও কোম্পানির সর্বস্তরের কর্মী- কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ের নির্বাহীবন্দ, বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।