কাজী নাঈম, নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্টের সকল শহীদদের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান এবং জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের সদর উপজেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) উদ্যোগ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৫ই(আগষ্ট) আশুরা জেনারেল হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠানে ১৫ই আগস্ট শাহাদত বরণ কারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য লক্ষ্মীপুর-২ ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা: আহম্মদ কবীর, লক্ষ্মীপুর জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা: আশফাকুর রহমার,এবং স্বাধীনতা চিকিৎসক পরিশোধ এর সাধারণ সম্পাদক, ডা: রত্নদীপ পাল।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডা: মো. জাকির হোসেন বলেন, কোন জাতি এত অল্প সময়ে এত রক্ত দিয়ে স্বাধীন হয়েছে এমন নজির পৃথিবীতে বিরল। বঙ্গবন্ধুর কারণে এবং বঙ্গবন্ধুর ডাকেই এটি সম্ভব হয়েছে। আমাদেরকে ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর দেশপ্রেম, আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ। এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সকল সদস্যরা ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন পরে প্রায় ৩শত লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।