হামছাদিতে একটি মডেল ওয়ার্ড করতে চান মেম্বার প্রার্থী মীর আহসানুল করিম দুলাল  

রাজনীতি

আজিজুর রহমান আজম, লক্ষ্মীপুরঃ

 মীর আবদুর রব চেয়ারম্যান এর সুযোগ্য সন্তান মীর আহসানুল করিম দুলাল ভাই দক্ষিণ হামছাদি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড থেকে ঘুড়ি প্রতীকে দাড়িয়ে সব প্রার্থী থেকে ইনশাআল্লাহ এগিয়ে রয়েছেন। জনাব দুলাল ভাই একজন শিক্ষিত, সততা,কর্মদক্ষতা দ্বারা সবার মন জয় করে নিয়েছেন। তার এলাকার জনগণ এর অনুরোধে তিনি তার বাবা মীর আবদুর রহমান চেয়ারম্যান এর যোগ্য উওরসূরী হিসেবে তার এলাকার জনগণ এর জন্য উন্নয়ন মূলক কাজের অংশীদার হতে চান। তিনি চাকুরী থেকে অবসরের পরে তার এলাকার জনগণ এর অনেক গুলো সালিশ দরবার,গরীব অসহায় মেয়েদের চাঁদা তুলে বিয়ে সাদির ব্যবস্হা করেছেন। তার লক্ষ্য তিনি যদি ইনশাআল্লাহ ২৮ এপ্রিল তারিখ এ তার এলাকার জনগণ এর রায়ে নির্বাচিত হতে পারেন তাহলে তার এলাকায় দূর্নীতি,চাঁদাবাজি,মাদক, বাল্যবিবাহ,সালিশ বাণিজ্য সহ সকল সামাজিক অপরাধ কঠোর হাতে দমন করবেন। এবং তার নির্বাচনি এলাকা ২ নং ওয়ার্ড থেকে সারা জেলা,সদর উপজেলা ও তার নিজ দক্ষিণ হামছাদি ইউনিয়ন পরিষদের মধ্যে একটা মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করার ওয়াদা দেন। এবং তিনি তার এলাকার সকল শ্রেণী৷ পেশার ভোটারদের কাছে অনুরোধ করেন তারা যেন আগামী ২৮ এপ্রিল তারিখ এ তাদের মূল্যবান রায় মানে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে তাদের এলাকার জন্য সুযোগ করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *