২০২৪ সালের ঈদুল আজহার তারিখ ঘোষণা-(নতুন ঢাকা)

জাতীয়

কাজী নাঈম উদ্দিন, ডেস্ক রিপোর্টঃ

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী আসছে আগামী ১০ই জিলহজ বা ঈদুল আজহা পালিত হতে পারে জুন মাসের ১৬ তারিখ (২০২৪ সাল)।

গত(১১ এপ্রিল ২০২৪) বাংলাদেশে উদযাপন হয়েছে ঈদুল ফিতর। ঠিক তার এক দিন আগে ১০ এপ্রিল সৌদি আরবে ইদুল ফিতর পালিত হয়েছে। প্রকাশ থাকে যে, নিয়ম অনুযায়ী ঈদুল ফিতরের ঠিক দুই মাস দশ দিন পর ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালনের নিয়ম রয়েছে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন ঈদুল আজহা পালন করা হয়। সেই হিসেবে জুন মাসের ১৭ তারিখ বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।

আসছে আগামী ঈদুল আজহাকে সামনে রেখে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছে মার্কেন্টাইল ইসলামী লাইফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, লক্ষ্মীপুর সার্ভিস সেন্টার ইনচার্জ, এবং জাতীয়  দৈনিক ঢাকা পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, কাজী নাঈম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *